সহোদর ২ ভাইয়ের গ্রুপে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল সৈয়দপুর গ্রামে বুধবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সহোদর ২ ভাই আহসান উল্লাহ পাইক ও সানাউল্লাহ পাইকের দু’পক্ষের মধ্যে বিকেল ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শাহ জালাল (৩৫), মান্নান পাইক (৩৮), আলেক পাইক (৩২), মালেক পাইক (৩৬), নাজিম উদ্দিন (২৪), দেলোয়ার (২৮), খাদিজা বেগমকে (২৬) বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মান্নান পাইক আধারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।


সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান যমুনা নিউজকে জানান, সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত কালাই পাইকের ২ ছেলে সহোদর ভাই আহসান উল্লাহ পাইক ও সানাউল্লাহ পাইকের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে বুধবার বিকেলে নিজ বাড়িতে প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ নিয়ে গ্রামের পাইক গোষ্ঠীয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সদর থানা পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনা তদন্তে গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ রিপোর্ট লেখার সময় রাত সোয়া ৮ টায় উভয় পক্ষই সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

যমুনা নিউজ

Leave a Reply