গজারিয়া মন্ডপে মন্ডপে দুর্গাপুজার কঠোর নিরাপত্তা

gaz puja454আসন্ন দুর্গা উৎসব উপলখ্যে গজারিয়া মন্ডপে মন্ডপে দুর্গাপুজার প্রস্তুতি চলছে চলছে প্রতিমা তৈরির ধুম। প্রতিমাগুলোতে শিল্পীর নিপুন ছোয়া চলছে রাত দিন। অনেক মন্ডপে রং তুলি নিয়েও এই ভাস্কর শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মন্ডপের বাইরের সাজ সজ্জা নিয়েও নানা পরিকল্পনা আর প্রস্তুতি চলছে। কে কার চেয়ে আকর্ষণীয় করতে পারে সেই চেষ্টাই চলছে। শারদীয় উৎসবকে ঘিরে আগাম প্রস্তুতি চলছে জোরে সোরে। গজারিয়া উপজেলার সাত মন্ডপে পূজো হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে। আনসারের পাশাপাশি পুলিশ ও RAB ছাড়াও এবার গোয়েন্দা পুলিশ বেশী সজাগ থাকবে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ফেরদৌস হোসেন গজারিয়া আলোড়ন কে বলেন আর বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবকে ঘিরে গজারিয়া পুজা মন্ডপ গুলোতে নেয়া হয়েছে বিশেষে নিরাপত্তার ব্যবস্থা। উৎসবকে ঘিরে গজারিয়া চলছে আগাম উৎসব আমেজ। এ বিষয়ে গজারিয়া উপজেলা দুর্গাপুজা উৎযাপন কমিটির সভাপতি বিনয় রায় চৌধুরী গজারিয়া আলোড়ন কে বলনে গজারিয়া, বাউশিয়া, ভবেরচর, জামালদি রায়পারায় বিভিন্ন স্থানে সাতটি পুজামন্ডড়ে এই বছর দুর্গাপুজা উৎযাপন করবে তিনি আর বলেন এই সব পুজা মন্ডপে এখন চলছে উৎসবের শেষে মুহুর্ত প্রস্ততি।তিনি জানা গজারিয়ার ঐতিহ্য বাহী পুজামন্ডপ হল মধ্য বাউশিয়ার পুজামন্ডপ এই পুগা মন্ডপে প্রায় ৫৫ বছর পুরাতন।
gaz puja454
গজারিয়া আলোড়ন

Comments are closed.