মুন্সীগঞ্জের বালুচরে আধিপত্য বিস্তারে থেমে থেমে সংঘর্ষ, টেটাাবিদ্ধ ১৫, অগ্নি সংযোগ, বাড়িঘর ভাঙ্গচুর

জসীম উদ্দীন দেওয়ান: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুর চর ইউনিয়নে থেমে থেমে চলছে সংঘর্ষ। একটি কনফেকশনারী দোকানে অংগ্নিসংযোগ, ১০ টি বাড়ি ভাঙ্গচুর, টেটাবিদ্ধ ১৫ জনসহ আহত ২৫। টানা সাত দিন ধরে থেমে থেমে চলা এই টেটা যুদ্ধে গেলো ২২ নভেম্বর ১১ জন টেটাবিদ্ধসহ আহত হয় ২০ জন।

সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দীন জানান, এই অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে, নুরু বাউল এবং নাছির মোল্লার গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে সংঘর্ষ চলছে। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ চললে, পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কিন্তু শনিবার ভোর ছয়টা থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরলে, পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঢাকা, নারায়নগঞ্জের বর্ডার এলাকার থানার পুলিশ এবং মুন্সীগঞ্জের পুলিশের সমম্বয়ে চিরুনী অভিযানের প্রস্তুতি নিচ্ছেন তারা।

Leave a Reply