লৌহজংয়ে প্রতিহিংসার আগুনে ৭০ মণ ধান ছাই

লৌহজং উপজেলার খিদিরপাড়ার বাসুদিয়া গ্রামে পতিপক্ষের আগুনে আয়নাল মোল্লার বসতবাড়ির প্রায় ৭০ মণ ধানসহ মালামাল পুড়ে গেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুসহ পরিবারের সদস্যরা। আয়নাল মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা ও আয়নাল মোল্লার মেয়ে মালা বেগম জানান, শুক্রবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থক আলাউদ্দিন, রাসেল, কয়েল, হালিম শেখসহ প্রায় ৩০ জন লোক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে এসে অশিম মোল্লাকে (২৮) মারধর করে। এ ঘটনায় লৌহজং থানায় একটি অভিযোগ দেয়া হলে রাতে পুলিশ আসে। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ৩টার দিকে আমাদের ঘোলাঘর ও অন্য একটি ঘরে আগুন দেয় পতিপক্ষের লোকজন।

পরে আগুন টের পেয়ে প্রতিবেশীরা এসে নেভাতে সক্ষম হয়। এর আগেই প্রায় ৭০ মণ ধান ও মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীরা জানান, কেউ টের না পেলে ঘুমন্ত শিশুসহ অন্য সদস্যরাও পুড়ে যেতেন। এ ব্যাপরে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ তুচ্ছ ঘটনার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির কথা স্বীকার করে বলেন, আগুনের ঘটনার সঙ্গে আমার লোকজন জড়িত নয়। বরং নিজেরা নিজেদের গোলায় আগুন দিয়ে আমার লোকজনকে মামলায় ফাঁসাতে আগুনের ঘটনা ঘটিয়েছে।

জনকন্ঠ

Leave a Reply