টঙ্গীবাড়িতে ইউপি সদস্যের নামে চাউল চুরির অভিযোগ করায় বাড়িতে হামলা আহত ৩

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাশেম বেপারীর নামে খাদ্যবান্ধব কর্মসুচির ১০টাকা কেজি চাউল চুরির অভিযোগ দেওয়ায় অভিযোগকারীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বেতকা রান্ধনী বাড়ি গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আওলাদ কাজী জানান- বৃহস্পতিবার আমার প্রতিবেশী ভাগিনা মুরাদ চাল চুরির একটি লিখিত অভিযোগ করেন উপজেলা প্রশাসনের কাছে। সেই সূত্র ধরে ইউপি সদস্য হাশেম বেপারী তার সন্ত্রাসী বাহিনী মন্টু মৃর্ধার ছেলে হিমেল, গনি আমিনের ছেলে বাশার, আলী আগবরের ছেলে আনোয়ার, নুর হোসেন তালুকদারের ছেলে কাউছার ও আলী ঈমাম সহ অγাত আরো কয়েক জনকে পাঠিয়ে আমার ঘরের মালামাল লুট সহ ইলিয়াছ কাজীর স্ত্রী মোমেলা খাতুন, কাজী আওলাদ হোসেনের স্ত্রী রুবিয়া বেগম ও আওলাদ কাজীর ছেলে আলিফকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নুরে আলম শুভ জানান- আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার এস আই ইকবাল জানান- এখনো কোন অভিযোগ পাই নাই। পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিদিনের বাংলা

Leave a Reply