গজারিয়ায় ৬শ’ কেজি সরকারি চাল পেয়েও জব্দ না করার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ মজুদকৃত ৬শ’ কেজি চাল পেয়েও জব্দ না করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রশাসনের কিরুদ্ধে। রোববার বিকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুরে আবু কালামের বাড়ি থেকে খাদ্য অধিদফতরের বস্তায় ৬শ’ কেজি চাল পেয়েও জব্দ করা হয়নি।

অভিযুক্ত আবু কালাম জানান, তিনি মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানিতে সহকারী অপারেটরের চাকরি করেন। সেই সুবাদে ওই প্রতিষ্ঠানের কর্মরত আনসার সদস্যদের কাছ থেকে তিনি ও তার ভাই আবুল হোসেন ১০ বস্তা করে ২০ বস্তা চাল কিনে আনেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। একটি ফ্যাক্টরিতে কতজন আনসার চাকরি করেন। কত আনসারের রেশনের চাল মিলালে ২০ বস্তা হবে উত্তর মেলেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, গোপন তথ্যর ভিত্তিতে উপজেলা পরিষদের পাশে আবু কালাম ও অটোরিকশাচালক আবু হোসেনের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা চাল জব্দ করা হয়। তবে তারা চালগুলো কিনে এনেছেন বললেও কোনো রশিদ দেখাতে পারেননি। গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন আল রশিদ জানান, চাল জব্দ করার কাজ আমার নয়। আপনারা ইউএনওকে বলেন।

যুগান্তর

Leave a Reply