মুন্সীগঞ্জ অন্ধকারে

মুন্সীগঞ্জ এখন ভুতুড়ে শহর। বুধবারের ঝড়ে ৩৩ কেভি মেইন লাইন বিচ্ছিন্ন হওয়ায় বিকাল পৌনে ৬টা থেকে বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইমদাদুল ইসলাম রাত ১০টায় জানান, মেইন লাইনের সাকির্ট-১ জম্পার জ্বলে সরে গেছে। তারের উপর টিনের চালা পড়ে আছে। সার্কিট-২ সিমেন্টের বৈদ্যুতিক পুল ভেঙ্গে পড়েছে। এই লাইন সচল করতে ইঞ্জিনিয়ার লক্ষণ চন্দ্র পালের নেতৃত্বে ১৫/২০ কর্মী শীতলক্ষ্যা তীরের চরমুক্তারপুরে কাজ করছেন। এছাড়া এখানকার ৬টি ফিডারের বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছেঁড়াসহ বিভিন্নস্থানে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

Leave a Reply