গজারিয়ায় শিগগির এপিআই শিল্পপার্ক উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় বাউশিয়ায় প্রায় ২০০ একর জমির উপর ওষুধ শিল্প প্রতিষ্ঠান এপিআই শিল্পপার্ক নির্মাণ করা হবে। এই কারখানা নির্মাণে শিল্প মন্ত্রণালয় প্রায় ১৯২ একর জমি অধিগ্রহণের জন্য অনুমোদন দিয়েছে। শিগগির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গতকাল রবিবার বিকালে শিল্প মন্ত্রী দিলিপ বড়ণ্ডয়া বাউশিয়ায় অধিগ্রহণকৃত জমি পরিদর্শনকালে এই কথা বলেন। দিলিপ বড়ণ্ডয়া বলেন, এপিআই শিল্পপার্ক স্থাপন হলে ওষুধ শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম করার জন্য এর ৯০ ভাগ কাঁচামাল দেশে উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। বিশ্ব বাজারে ওষুধ রপ্তানি ও বৃদ্ধি পাবে।

এ সময় শিল্প মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, বিসিক চেয়ারম্যান আফসার মোহাম্মদ ইকবাল এবং রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে অর্থনীতিবিদ পবন, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

[ad#co-1]

Leave a Reply