আতঙ্কে রয়েছে আড়িয়ালবিল বাসী

বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মানের সিদ্ধান্তকে কেন্দ্র করে গত সোমবার শ্রীনগরে পুলিশ হত্যা, পুলিশ ফাড়িতে আগুন ও সংঘর্ষের ঘটনায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ২১ হাজার লোককে আসামী করে ৪ টি মামলা করা হয়। শ্রীনগর সার্কেলের এ,এস,পি কামরুল ইসলাম জানান, মামলা হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে । তাদের মধ্য থেকে ৭ জনকে ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের খোয়া যাওয়া ৪ টি শর্টগানের মধ্যে বুধবার রাতে হাসাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় র‌্যাব-১১ আরো একটি শর্টগান উদ্ধার করেছে ।এ নিয়ে ২ টি অস্ত্র উদ্ধার করা হল।

বিল এলাকায় সোমবার রাতে হাসাড়া,আলমপুর ও লস্করপুরে পুলিশী অভিযান জোড়দার করার পরদিন (মঙ্গলবার) থেকে গাদিঘাট,শ্যামসিদ্দি আরধীপাড়া,দয়হাটা, মুন্সীর হাটি, সমসাবাদ, বাড়ৈখালী, মদনখালীসহ ২০ টি গ্রামের লোকজন রাতদিন লাঠিসোটা, টেটা, রামদা নিয়ে পাহাড়াদিতে থাকে ।পুলিশ যাতে গ্রাম গুলোতে প্রবেশ করতে না পারে সেজন্য বিলবাসী হাসাড়া-মদনখালী সড়কের ৯ কিলোমিটার রাস্তায় একটি বেইলী ব্রীজের পাটাতন উপরে দিয়ে ও অন্তত ৫০ টি স্পটে গাছের গুড়ি ফেলে গাড়ী চলাচল বন্ধ করে দেয় । তারপরও গত বুধবার রাতে মদনখালী, বাড়ৈখালী মরিচপট্টি এলাকায় গুজব ছড়িয়ে পরে ট্রলার যোগে পুলিশ র‌্যাব আসছে । গ্রেপ্তার আতঙ্কে রাতভর গ্রামগুলোতে মাইকিং করে সবাইকে সংগঠিত থাকতে বলা হয় । এক একবার মাইকে ঘোষনা হওয়ার সাথে সাথে এস,এস,সি পরীক্ষার্থী ও নারী শিশুসহ সর্বত্র আতংক ছড়িয়ে পরে । দেশীয় অস্ত্র হাতে রাতভর পাহারা চলে সর্বত্র। বিল এলাকার লোকজন বেসরকারী সংস্থার কিস্তি দেওয়া বন্ধ রেখেছে ।

[ad#bottom]

Leave a Reply