তারকার প্রিয় টেলি সামাদ

প্রিয় কবি: রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতা পড়তে আমার ভালো লাগে।
প্রিয় লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রিয় বই: দেবদাস
প্রিয় ব্যক্তিত্ব : আমার বাবা-মা ও বড় ভাই আব্দুল হাই।
প্রিয় রঙ: কালো। আমি বেশিরভাগ সময় কালো রঙের পোশাক পরি।
প্রিয় পোশাক : প্যান্ট ও শার্ট। তবে যেটি পরবো সেটি যেন অন্য কারোর পোশাকের সঙ্গে না মিলে যায় এ বিষয়টি খেয়াল রাখি।
প্রিয় ঋতু : শীতের শেষ ও বসন্তের শুরুর সময়টা।

প্রিয় ফুল : বেলি, গন্ধরাজ ও রজনীগন্ধা।
প্রিয় খাবার : ছোট মাছ ও সাদা ভাত। আমি সবসময় তেলজাতীয় খাবার এড়িয়ে চলি।
পছন্দের ভ্রমণ স্থান : পাহাড়, জঙ্গল। আমি প্রতি বছরই একা কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যাই।
অবসরে : গান বাজনা নিয়ে থাকি ও ছবি আঁকি। আমি চারুকলার ছাত্র ছিলাম, তাই সময় পেলেই রঙতুলি নিয়ে বসে যাই। এছাড়া আমি প্রায় ৪০-৪৫টি ছবিতে প্লেব্যাক করেছি। তাই এখনো গানের নেশাটা ছাড়তে পারি না। এখনো গানের প্রতি আমার ভীষণ দুর্বলতা রয়েছে।
নিজের গাওয়া পছন্দের গান : ‘শোন শোন শোন, শোনরে ভাইয়া/শোনরে বলিঃআমার বুক ফাটেতো মুখ ফোটে না/ যখন তোমরা আমায় বল চার্লি।’ -এ গানটি আমার নিজের জীবন থেকে নিয়ে নিজেরই লেখা একটি গান।

দিনের শেষে

Leave a Reply