মুন্সীগঞ্জে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ১

পরিবার পরিকল্পনা অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মুন্সীগঞ্জে ১ পরীক্ষার্থীর চাচাতো বোন আটক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, আয়া পদের জন্য পরীক্ষার্থী আফরোজার পরিবর্তে তার চাচাতো বোন রুমানা খাতুন লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার প্রবেশপত্রের ছবি পরীবর্তন করে বোনের হয়ে পরীক্ষা দিচ্ছিল রুমানা। পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসক মো. আজিজুল আলম হল পরিদর্শনে আসেন। এ সময় ওই পরীক্ষার্থীর লেখার ধরন ও আচরণে সন্দেহ হয় তার। তখন তিনি ছবি, লেখা ও নাম যাচাই-বাছাই করলে বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রুমানা খাতুনের বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সদর থানা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, পরিকল্পনা অধিদফতরের আয়া, পিয়ন, অফিস সহকারীসহ মোট ১৪টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।

Comments are closed.