মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই, পরে উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ পরিচয়ে গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে কুমিল্লার দাউদকান্দি এলাকার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে ৩শ বস্তা চাল বোঝাই ট্রাক ছিনতাই হয়েছে। এক ঘণ্টার মধ্যে মহাসড়কে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ছিনতাইকৃত চাল বোঝাই ট্রাকটি উদ্ধার ও এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রাক চালকের বুদ্ধিমত্তায় মহাসড়কে দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশের একটি টিম চাল বোঝাই ট্রাকটি আটক করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। এ সময় কবীর হোসেন (৩০) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জেলার গজারিয়ায়। অপর ছিনতাইকারীরা পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসসড়কের ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আরিফ হোসেন খান জানান, চট্টগ্রাম থেকে সরকারি গুদামের ৩০০ বস্তা চাল বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৩১৮৮) ঢাকার তেজগাঁও যাচ্ছিল। যার পরিমাণ প্রায় ১৫ টন। পথিমধ্যে কুমিল্লার দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার সামনে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের পরিচয়ে ৫-৬ জনের একটি ছিনতাইকারী দল ট্রাকে তল্লাশির নামে ট্রাকে চড়ে বসে। এ সময় ট্রাকের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি নিয়ে পালিয়ে আসে ছিনতাইকারীরা। এদিকে, গতকাল বুধবার সাড়ে ১০টার দিকে চালক কৌশলে চাল বোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে ট্রাক থেকে লাফিয়ে নেমে পড়ে। এতে ট্রাকটি জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ বাধলে ট্রাকটি গতিরোধ হয়। এ সময় হাইওয়ে ফাঁড়ি পুলিশের টিম ৩০০ বস্তা তথা ১৫ টন ওজনের সরকারি চাল বোঝাই ট্রাকটি উদ্ধার করে।

ডেসটিনি

Leave a Reply