তাবলীগ জামাতের মুসল্লীদের অচেতন করে মালামাল লুট, আহত ৮

কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের শ্রীনগরে তাবলীগ জামায়াতের মুসল্লীদের নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে একই দলের আরেক মুসল্লী । শনিবার আমীরসহ ৮ মুসল্লীকে আশংকাজনক অবস্থায় মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাড়ৈগাও মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর কাকরাইল থেকে জোড় বেধে তিন চিল্লার উদ্দেশ্যে তাবলীগ জামাতের ১৪ জনের একটি দল(১৬০৬) বাড়ৈগাও জামে মসজিদে আসে। গত শুক্রবার রাতের খাবারের পর গিয়াসউদ্দিন নামে এক সদস্য আন্যান্য সদস্যদেরকে নেশাদ্রব্য মিশ্রিত কোমল পানিয় খাওয়ায়। এতে সকলেই অচেতন হয়ে পড়ে। এ সুযোগে গিয়াসউদ্দিন সকলের মোবাইল ফোন সেট, লক্ষাধিক টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। গতকাল ভোর সকালে গ্রামবাসী নামাজ পড়তে এসে তাদের অচেতন অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে আমীর আব্দুল্লাহ যুবায়ের, আমিনুল ইসলাম, তোফাজ্জল, হাফেজ হোসাইন, আঃ সবুর, আঃ খালেক, হাজী ঈসমাইল, শামসুদ্দিনকে আশংকা অবস্থায় মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতারক গিয়াসউদ্দিনের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার হালতি গ্রামে।

Leave a Reply