পৌর মেয়রের নেতৃত্বে হামলা, ভাংচুর-লুটপাটের অভিযোগ

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ভাগ্নি জামাই জানে আলমের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ১০-১২ জনের একদল দুস্কৃতকারী পৌর মেয়র একে এম ইরাদত মানুর নেতৃত্বে মদ্যপ অবস্থায় র্বোবার রাত ১১ টার দিকে এ হামলা চালায়। এ সময় বসত ঘরের স্টিলের আলমারী ভেঙ্গে নগদ দেড়-লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়া হয়েছে বলে বিএনপি সভাপতির ভাগ্নি ও ভুক্তভোগী জানে আলমের স্ত্রী সোমা আলম দাবী করেছেন। ভাংচুর করা হয়েছে ভবনের জানালার কাঁচ ও আসবাপত্র। রোববার রাতের এ হামলার ঘটনায় দুস্কৃতকারীদের সঙ্গে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে এম ইরাদত মানু উপস্থিত ছিলেন বলে শহরময় আজ সোমবার দিনভর গুঞ্জন শোনা গেছে। পৌর মেয়র মানুর নেতৃত্বে দুস্কৃতকারীদের এ হামলার ঘটনাটি সোমবার “টক অব দ্যা টাউনে” পরিণত হয়ে উঠে। ভুক্তভোগী জানে আলম ও তার স্ত্রী সোমা আলম জানান, পূর্ব-শত্রুতার জের ধরে শহরের মানিকপুরে তার বসত ঘরে মদ্যপ অবস্থায় পৌর মেয়রের নেতৃত্বে একদল দুস্কৃতকারীরা হামলা চালায়। এ সময় তার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মদ্যপ দুস্কৃতকারীরা। রাতেই খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তার আগেই দুস্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ সোমবার বিকেলে সদর থানায় বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রীর ভাগ্নি জামাই জানে আলম বাদী হয়ে ভাংচুর-লুটপাটের অভিযোগে ৯ জনকে এজাহার নামীয় আসামী করে একটি মামলা দায়ের করেছেন। তবে, পৌর মেয়রকে আসামী করা হয়নি। ঘটনার প্রসঙ্গে পৌর মেয়র একে এম ইরাদত মানু বলেন আমি শহরের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। শহরময় গুঞ্জনের সম্পর্কে আমার জানা নেই। নিন্দুকরা নিছক গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply