বদলির চিঠি পেয়ে কক্ষে তালা পরিদর্শিকার, সেবা ব্যাহত

আড়িয়ল বালিগাঁও স্বাস্থ্যকেন্দ্র
বদলির চিঠি পাওয়ার পর ২৩ ফেব্রুয়ারি থেকে অফিসকক্ষে তালা দিয়ে চলে যান নার্গিস বেগম। নতুনজনকেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না তিনি।

বদলির চিঠি পাওয়ার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল বালিগাঁও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা তাঁর কক্ষ দেড় মাস ধরে তালাবদ্ধ করে রেখেছেন। তাঁর জায়গায় নতুন পরিদর্শিকা এলেও বসার জায়গা পাচ্ছেন না। ফলে স্বাস্থ্যসেবা নিতে এসে অন্তঃসত্ত্বা নারী, শিশুসহ রোগীদের ফিরে যেতে হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, ওই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে নার্গিস বেগম পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে কাজ করে আসছিলেন। গত ২০ ফেব্রুয়ারি তাঁকে লৌহজং উপজেলার বৌলতলী কেন্দ্রে বদলি করা হয়। এ বদলি নার্গিস বেগম মেনে নিতে পারছেন না। তিনি ক্ষুব্ধ হয়ে ২৩ ফেব্রুয়ারি থেকে অফিসকক্ষে তালা দিয়ে চলে যান। বদলি বাতিল করে এই স্বাস্থ্যকেন্দ্রে থাকার জন্য তিনি বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছেন।

আড়িয়ল বালিগাঁও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গত ৬ মার্চ নার্গিস বেগমের স্থলে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে যোগ দিয়েছেন মমতাজ বেগম নামের একজন। নিয়ম অনুযায়ী মমতাজ বেগমকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল নার্গিস বেগমের, তা না করায় মমতাজ বেগম রোগীদের চিকিৎসাসেবা দিতে পারছেন না।

মমতাজ বেগম বলেন, ‘নরমাল বাচ্চা প্রসব করার সরঞ্জাম, রেজিস্ট্রি খাতাপত্র, পরিবার পরিকল্পনার সরঞ্জামসহ প্রয়োজনীয় সবকিছু কক্ষে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আগে এখানে যিনি ছিলেন, তিনি আমাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার আমি ঠিকমতো সেবা দিতে পারছি না। সেবা দেওয়া তো দূরের কথা, আমি বসার জন্য টেবিলটাও পাচ্ছি না। অন্য একটি কক্ষে বসে রোগীদের পরামর্শ দিচ্ছি। সেই কক্ষের কর্মকর্তা এলে আমাকে বাহিরে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’

মুন্সিগঞ্জের তিনটি উপজেলার কেন্দ্রে অবস্থিত ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। গত বুধবার স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতেই মূল ফটকের ডান পাশে পরিবার পরিকল্পনা পরিদর্শিকার কক্ষে তালা ঝুলতে দেখা যায়। অন্তঃসত্ত্বা নারী, কিশোরী ও সদ্য বিবাহিত নারী বিভিন্ন গ্রাম থেকে চিকিৎসাসেবা নিতে এসেছেন এই স্বাস্থ্যকেন্দ্রে। মমতাজ বেগম স্বাস্থকেন্দ্রে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁর কক্ষ প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জামসহ তালাবদ্ধ থাকায় তিনি চিকিৎসা দিতে পারছেন না। এতে হতাশা নিয়ে ফিরে যাচ্ছিলেন সেবাপ্রত্যাশীরা।

স্বাস্থ্যসেবা নিতে আসা শিউলি আক্তার বলেন, ‘এই স্বাস্থ্যকেন্দ্রে আমি প্রায়ই চিকিৎসা নিতে আসি। কিন্তু এক মাস ধরে এসে আমি চিকিৎসা পাচ্ছি না। ‌এলেই দেখি কক্ষে তালা দেওয়া। অন্য একজন যোগদান করলেও তিনি তালা দেওয়া কক্ষে বসতে পারছেন না। তিনি শুধু মৌখিক পরামর্শ দিয়ে বিদায় করে দেন।’

সীমা আক্তার নামের অন্য এক নারী বলেন, ‘জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভিন্ন মেয়েলি সমস্যা নিয়ে এখানে এলেও দেড় মাস ধরে কোনো সহযোগিতা পাচ্ছি না। প্রাইভেট হাসপাতলে যাব, সেখানে অনেক টাকাপয়সা খরচ হবে। কয়েক দিন পরপর এসে ফিরে যাচ্ছি। এভাবে আর কত দিন চলবে, কে জানে।’

কক্ষ বন্ধ রাখায় বিষয়ে কথা বলার জন্য ওই স্বাস্থ্যকেন্দ্রের সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নার্গিস বেগমের মুঠোফোনে বুধবার রাতে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমার হাই প্রেশার, চিকিৎসক আমাকে রেস্টে থাকতে বলেছেন। এ জন্য দুই মাসের ছুটি নিয়েছিলাম। ছুটি শেষ হলে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাব।’ বদলি হওয়ার পর কীভাবে ছুটি নিলেন, ছুটির আবেদন মঞ্জুর হয়েছে কি না, জানতে চাইলে নার্গিস বলেন, ‘আমি আমার অসুস্থতার কাগজপত্র দিয়ে ছুটির আবেদন করেছি। দেওয়া না–দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।’

নার্গিস বেগমের প্রসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটির দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল কমিউনিটি কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘নার্গিস বেগম নরমাল বাচ্চা প্রসব করিয়ে রোগীদের কাছ থেকে ৬-১০ হাজার টাকা জোর করে আদায় করতেন। মূলত এ কারণে তাঁকে এখান থেকে বদলি করা হয়েছে। বদলির পর তাঁর ছুটিও মঞ্জুর হয়নি। তিনি বেআইনিভাবে কক্ষে তালা আটকে রেখেছেন। তাঁকে যেখানে বদলি করা হয়েছে, সেখানে তিনি যোগদান করেননি। তাঁর কারণে আমাদের এখানকার রোগীরা এবং তাঁর পোস্টিংয়ের জায়গার রোগীরা সেবা বঞ্চিত হচ্ছেন।’

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নার্গিস বেগমের মনে হয় বদলি করাটা পছন্দ হয়নি। তাই তিনি দীর্ঘদিন ধরে ওই কক্ষে তালা মেরে আত্মগোপনে আছেন। আমরা নার্গিস বেগমকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু উনি ফোন রিসিভ করেননি। ওনাকে রেজিস্ট্রি করে চিঠি পাঠিয়েছি, উনি চিঠিও রিসিভ করেননি। আইন অনুযায়ী আমরা তালা ভাঙতে পারি না। তালা ভাঙতে হলে কিছু নিয়মকানুন আছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

প্রথম আলো

Leave a Reply