সিরাজদিখান কুয়েত প্রবাসীর স্ত্রী খুন॥ ছোরা উদ্ধার

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : রবিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে নিজ ঘরে খুন হয়েছেন কুয়েত প্রবাসীর স্ত্রী জাহানারা বেগম (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করেছে। সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, ধরালো অস্ত্রে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এই সময় ঘরে কেউ ছিলেন না। তিন সন্তানের এই গৃহবধুর হত্যার কারণ খুজতে পুলিশ মাঠে নেমেছে। নিহতের স্বামী মো. সফিউদ্দিন ১০/১২ বছর ধরে কুয়েত চাকুরী করেন। জাহানারা স্বামীর বাড়িতেই বসবাস করতেন। তিন সন্তান ছাড়াও এক ননাস (স্বামীর বড় বোন) সঙ্গে থাকতেন। ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী কন্যা সায়মাকে নিয়ে বেলা ১০টার পরে স্কুলে যান ননাস চন্দ্র বানু (৬০)। এছাড়া দু’পুত্র জাহান শরীফ(২০) ও রনি(১৪) কাজে বেড়িয়ে যায়।

এরই মধ্যে বেলা ১১টা থেকে ১২টার দিকে শয়ন কক্ষে দুস্কৃতকারীরা এলোপাথারি কুপিয়ে হত্যা করে ফেলে যায়। তখন রান্না ঘরে বটি ও কাটা সবজি পড়ে আছে। ওসির ধারনা- সবজি কাটার সময়ই পরিচিত কেউ এসে তাকে কৌশলে শয়ন কক্ষে নিয়ে হত্যা করে। পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছে। জাহানারা পার্শ¦বর্তী শ্রীনগর উপজেলার মধ্যকামারগাঁও গ্রামের মৃত শেখ বিসাই ব্যাপারী কন্যা। এই ঘটনায় তার ভাই সোহরাব শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Leave a Reply