মেঘনায় লঞ্চডুবি, সপরিবারে বাংলাভিশনের চিত্রগ্রাহক নিখোঁজ

মেঘনায় লঞ্চডুবির পর থেকে বাংলাভিশনের সিনিয়র চিত্রগ্রাহক মাসুদ চৌধুরী সপরিবারে নিখোঁজ রয়েছেন। ছোট ভাইয়ের খোঁজে ঘটনাস্থলে এসে মঙ্গলবার বিকেলে মাসুদ চৌধুরীর বড় ভাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্রগ্রাহক মামুন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তার ছোট ভাই মাসুদ চৌধুরী, ছোট ভাইয়ের স্ত্রী পান্না চৌধুরী ও তাদের আড়াই বছরের ছেলে সন্তান মাহিন চৌধুরী গত বুধবার ছুটিতে শরীয়তপুরের নড়িয়ায় গ্রামের বাড়িতে এসেছিলেন। সোমবার রাতে এমভি শরীয়তপুর-১ লঞ্চটির কেবিনে শরীয়তপুর থেকে ঢাকা ফিরছিলেন তারা। লঞ্চডুবির পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।’

উল্লেখ্য, শরীয়তপুর থেকে ঢাকায় আসার পথে সোমবার দিবাগত রাত ২টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর চরমসুরা এলাকায় মেঘনা নদীতে দু’শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা সম্ভব হলেও মাসুদ চৌধুরী ও তার স্ত্রী-ছেলের কোন খোঁজ পাওয়া যায়নি।

রিয়াজ রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply