সিঁড়ি – নূর কামরুন নাহার

এটা পিচঢালা পথ নয়
এটা সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে আসতে হয়

রক্তাক্ত নূনের অলৌকিক হাত
অদৃশ্যে দোলায় এর সর্পিল ধাপ।
নিচে পড়ে থাকে কিছু ধুলো।
অকারণ শুদ্ধতায় ওড়ায় বাতাস
সভ্যতার পাঁজরে করে পরগাছার চাষ।
মাঝে থাকে কিছু অকর্মণ্য আলাপিন
সূচের তীক্ষèতায় বিদ্ধ হয়, বিদ্ধ করে
পরিপূর্ণ পূর্ণিমার আঁধারে পান করে অমৃত হেমলক
সবাঙ্গ ছাপিয়ে ওঠা ছোপ ছোপ দাগ ঘষে
অমরার পথে হাঁটে নেশাতুর নিশাচর।
অন্তর্গত শব্দের ভেতর রাখে নষ্ট প্রলাপ।
পরিণত পরিহাসে খোলে জীবনের ভাঁজ।

তার ওপরে থাকে কিছু চিত্রা হরিণ।
চঞ্চল, অর্থহীন ভাসায় সাম্পান।
সিড়ি খুঁজে সিঁড়ি পেতে কষ্টক গোলাপ
সৌরভ হারায়, নিদ্রাহীন জাগে কীটের মালঞ্চে।

শীর্ষের কাছেই থাকে শীর্ষবিন্দু
বিদ্যামান বিশুদ্ধ বাতাস ভেঙ্গে ওপরে আসতে হয়।
নোনা জলে বিচিত্র শস্যে সন্তরণ করে
কিছু বৃক্ষের বাড়ন্ত শরীর মুড়ে দিয়ে
বঞ্চনার লাল জল সিগ্ধ সৌরভে
অঙ্গের ঘামে মেখে নিয়ে নর্তকীর নৃত্যের মুদ্রার মত
শিখে নেয় সম্মোহন।
কুয়াশায় ঢেকে দেয় সভ্যতার ড্রাকুলা চোখ।
প্রতিদিন বুক পকেটে রাখে প্রতারিত মাটি।

এটা সিঁড়ি
রাজপথ নয়, ভেঙ্গে ভেঙ্গে আসতে হয়
ভাঙ্গতে ভাঙ্গতে আসতে হয়।

জনকন্ঠ

Leave a Reply