ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট

মেঘনা সেতু নড়বড়ে হওয়ায় যানবাহন ধীর গতিতে চলায় শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৭ ঘণ্টা ধরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে মেঘনা সেতু থেকে গজারিয়ার ভাটেরচর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় এ যানজট ছড়িয়ে পড়েছে।

এতে এ সড়কে চলাচলরত শতশত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। প্রচণ্ড এ তাপদাহের মধ্যে নারী, শিশুসহ যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। সেই সঙ্গে দেখা দিয়েছে খাবার পানির সংকটও।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টা থেকে এ যানজট দেখা দেয়। এরপর থেকে এ যানজট বৃদ্ধি পাওয়ায় কমপক্ষে ১০ কিলোমিটার এলাকায় এ যানজট ছড়িয়ে পড়েছে। অবস্থা বেগতিক দেখে অনেক যাত্রী পরিবার নিয়ে বিকল্প পথে নিজ গন্তব্যে যাচ্ছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আরিফ বাংলানিউজকে জানান, মেঘনা সেতু নড়বড়ে হয়ে পড়ায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এর ফলে মহাসড়কের এ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, এ যানজট নিরসনের জন্য মহাসড়কে পুলিশের একাধিক দল কাজ করছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply