আলো অন্ধকারে – ব.ম শামীম

এই আলো এই অন্ধকারে আকাশ জুড়ে মেঘদের লুকচুরী,
কখনো বর্ষনের স্রোত ধারা কখনোবা মেঘেদের উড়ে যাওয়া
আকাশের সব নিশ্চলতা ঘিরে।
একদিন এই আকাশ ছিলো উজ্জ্বলতায় ঘেরা
সময়ের স্রোত আর ধরার প্রলোভনে
পৃথিবীতে কেমন বদলে যায় সব,
কিন্তু বদলায়না মানুষের মন।
মাঝে মাঝে উদার আকাশের নিচে বুক ভরা শ্বাস নিয়ে
কখনো কলো মেঘের ছায়ায় লোকচুরীর রঙ মেখে গাঁয়ে।
স্বপ্নের আবয়অরন্য গুলো পরিবর্তন চায় পরিবর্তনের স্রোতে।
কোন এক কৈশর জীবনের প্রেমের রুক্ষèতায় পুড়ে পুড়ে
হৃদয়ের মাটি গুলো হয়েছে অনউর্বর।
প্রকৃতির মেঘ তুমি সেখানে ফেলোনা একটু বৃষ্টির জল।
আলো অন্ধকারে দোলায় রিমঝিম শব্দে বৃষ্টি আসে,
হৃদয়ের চঞ্চলতা ঘিরে কোন এক অপূর্নতা গ্রাস করে।
কোন এক কালে যে গেছে হারায়ে
হৃদয়ের ব্যাপ্তিতে মনে হয় সে ডাকে দু বাহু বাড়ায়ে।
তবে বৃষ্টি তুমি কি মনের গহিন অন্তরালে
অবাস্তবতার কল্পনার প্রেম স্রোত ধারা,
হৃদয়ের ব্যাপ্তিতে যা চিরদিন বেচেঁ থাকে?

Leave a Reply