সংসদ সদস্যের কাছে হরগঙ্গা কলেজের শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ

বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার দাবিতে
মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার দাবিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে স্মারকলিপি পেশ করেছে। সোমবার বেলা ১১ টার দিকে একদল বহিরাগত কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটালে তারা এ স্মারকলিপি দেয়। এতে এদিকে ছাত্রলীগ ২ শতাধিক শিক্ষার্থীর সাক্ষরযুক্ত একটি স্মারকলিপি সোমবার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলীর ব্যক্তিগত সহকারী তানিউল হাসান মিশুর হাতে তুলে দেয়।

এছাড়া কলেজের অধ্যক্ষ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র, সদর উপজেলার চেয়ারম্যান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ স্মারক লিপির অনুলিপি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সুখেন ব্যানার্জী বলেন, প্রতিদিনই কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে হট্টগোলের সৃষ্টি করে থাকে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সোমবার ককটেল ছুড়ে মারে বহিরাগতরা। ক্যাম্পাসে উচ্ছৃংঙখল পরিস্থিতি সৃষ্টি ও মাদক দ্রব্য বেঁচাকেনা করে বেড়াচ্ছে তারা।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply