মুন্সিগঞ্জের তৃণমূল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

মুন্সিগঞ্জের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এই বৈঠক বসে। তা চলে রাত পৌনে ১২টা পর্যন্ত।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধী দলের আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মুন্সিগঞ্জের নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন।
গত রোববার গাজীপুরের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

চলমান আন্দোলনে সম্ভাব্য করণীয় এবং জেলার মাঠ পর্যায়ের সংগঠনের অবস্থা সর্ম্পকে নেতাদের বক্তব্য শুনছেন খালেদা জিয়া।
তৃণমূল নেতাদের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গেও মতবিনিময় করছেন বিরোধী দলীয় নেতা। গুলশানের কার্যালয়ে এই মতবিনিময় কর্মসূচি চলবে ৯ অক্টোবর পর্যন্ত।


বৈঠকে মুন্সিগঞ্জ জেলা সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আলী আজর রিপন মল্লিক, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ পৌরসভা, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গিবাড়ী ও গজারিয়া থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply