মুন্সীগঞ্জে দারোগার বিরুদ্ধে বিক্ষোভ

মুন্সীগঞ্জে এক দিনমজুরকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ থানা পুলিশের এ সাজানো মামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকার নারী-পুরুষেরা। কিন্ত কোন ফল পায়নি ভুক্তভোগী পরিবারটি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা মাদক উদ্ধারের নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারের পর বনিবনা না হলে তাদের আদালতে চালান করে দেয়া হচ্ছে। ডাইক্লোফেনাক গ্রুপের লাল ট্যাবলেটকে কখনও কখনও ইয়াবা ট্যাবলেট বানিয়ে লোকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোরও অভিযোগ রয়েছে।


এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাত আড়াইটার দিকে শহরের মানিকপুর এলাকার নিজ বসতবাড়ি থেকে দিনমজুর সালামকে ঘুম থেকে তুলে নিয়ে আসেন সদর থানার এসআই মোশারফ হোসেন। তার কাছে সে সময় কোন ইয়াবা ট্যাবলেট না পেলেও পরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুর দেড়টার দিকে সালামকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মুন্সীগঞ্জ সদর থানার এসআই মোশারফ হোসেনের সাজানো মামলা প্রত্যাহার করে সালামকে থানা থেকে ছেড়ে দেয়ার দাবিতে গতকাল শহরের মানিকপুর এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মুন্সীগঞ্জ প্রেস ক্লাব, সদর থানা ও পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা দিনমজুর সালামকে ইয়াবা বিক্রেতা হিসেবে গ্রেপ্তার ও মাদকদ্রব্য মামলায় ফাঁসানোর ঘটনায় সদর থানা পুলিশের এসআই মোশারফের বিচারও দাবি করেন।

মানবজমিন

Leave a Reply