টঙ্গীবাড়ীতে অটোরিক্সা দিয়ে ছাগল চুরির হিরিক

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর হাট শুরু হওয়ার আগেই টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন সড়কে শুরু হয়েছে অভিনব কায়দায় ওটোরিক্সা ও সিএনজি দিয়ে দিনে দুপুরে ছাগল চুরির ঘটনা। উপজেলাবাসীর কাছ থেকে জানা গেছে বিভিন্ন সড়ক থেকে এ পর্যন্ত কৃষকদের অর্ধশতাধিক ছাগল ভেঁড়া খোয়া গেছে। বর্ষা মৌসুমে হতদরিদ্র কৃষকরা ছাগল uঁভড়া নিজ নিজ এলাকার সড়ক ও রাস্থায় ছেড়ে দেয়।

অনুসন্ধান করে জানা গেছে চোরেরা ওটোরিক্সা ও সিএনজি নিয়ে সড়কে ঘুড়াফেরা করে। ফাঁক পেলেই কৃষকের ছেড়ে দেয়া ছাগল ভেঁড়া ওই সকল যানবাহনে উঠিয়ে নিয়ে ধ্রুত চলে যায়। গতকাল টঙ্গীবাড়ী বাঁলিগাও সড়কের নেত্রাবতী এলাকায় মঞ্জু সরদারের ২টি ছাগল ধরে বেবি টেক্মিতে উঠানোর সময় জনগণের ধাওয়া খেয়ে চোরেরা পালিয়ে যায়। উপজেলার হাটকানের ইদ্রিস মিয়া জানান রাস্তায় ছেড়ে দেয়া তার ২টি ছাগল ওটোরিক্সা দিয়ে নিয়ে যাওয়ার সময় স্কুলের ছাত্রছাত্রীরা দেখেছে। চzুররোধে জনগণকে রাস্তায় পশু না চড়ানোর পরামর্শ দিয়েছে থানা প্রশাসন।

টিএনবি

Leave a Reply