টঙ্গীবাড়ীতে কৃষকদের সাথে ভূমি মন্ত্রীর মত বিনিময় সভা

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়নের বানারী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে স্থাণীয় কৃষকদের সাথে মত বিনিময় করেছেন ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা। হাসাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা বলেন, কেউ ভূমিহীন হয়ে জন্ম গ্রহন করেনা। জমি নদীতে ভাইঙ্গা গেলেই মানুষ ভূমিহীন হয়। যতদিন কেয়ামত না হবে ততদিন বাংলাদেশ থাকবে। বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়ে থাকবে। আওয়ামীলীগের নেতৃত্বে এ দেশ স্বাধিন হয়েছে। তাই এ দেশের মমতা আওয়ামীলীগই বুঝে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে জনকল্যান কাজ হয়।

এ সময় তিনি দেশবাসির প্রতি আহবান রেখে বলেন, বঙ্গবন্ধুর ডাকে আপনারা যেমন সারা দিয়ে ৭১ সালে দেশ স্বাধীন করেছেন। এবার তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে ভিসন টুয়ান্টি টুয়ান্টি ওয়ান বাস্তবায়নে এগিয়ে আসবেন। আপনাদের সকলের সহযোগীতা নিয়ে ইনশাআল্লাহ আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো। বিশেষ অতিথির বক্তব্যে হুইপ এমিলি বলেন, বর্তমান সরকার দারিদ্র নিরাশনের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে একজন শ্রমিক তার একদিনের আয় দিয়ে ১২ কেজি চাল কিনতে পারে। এখোন আর কাউকে না খেয়ে থাকতে হয়না।

আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশে চালের দাম আনেক কম। বর্তমান সরকার দেশের এমোন কোন স্থান নাই উন্নায়ন করে নাই। তাই উন্নায়নের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিণিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সেন্টু রাঢ়ী, সাবেক জজ আঃ রউফ, হাসাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিস শিকদার প্রমূখ। এর আগে দুপুরে টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ৩১ জন ভূমিহীন কৃষকদের মাঝে ২.১৮ একর কৃষি খাস জমি বন্দোবস্তর দলিল হস্তান্তর ও উপজেলা সন্মেলন কক্ষে সরকারী কর্মচারীদের সঙ্গে মত বিণিময় সভা করেন ভূমি মন্ত্রী।

Leave a Reply