মেঘনায় লঞ্চ ডুবি, আরো ৪ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে গজারিয়া উপজেলার ইস্মানিরচর এলাকার মেঘনা নদীতে নিখোঁজদের গলিত মরদেহ ভেসে উঠলে কোস্টগার্ড সদস্যরা মরদেহ ৪টি উদ্ধার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। এ নিয়ে লঞ্চ ডুবিতে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ১৮-এ। গতকাল বুধবার উদ্ধার হওয়া মরদেহগুলো হচ্ছে-চাঁদপুরের উত্তর মতলবের মুক্তিরকান্দি গ্রামের আবুল হাশেম (৫০) রায়েরকান্দির মৃত বাচ্চু সিকদারের মেয়ে নাজমা বেগম (৩৫), চান্দ্রারকান্দির কালিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে শাহনাজ বেগম (১৭) ও বদরপুর গ্রামের আলী আহম্মদের মেয়ে শিল্পী আক্তার (৩৬)। এর আগে শনিবার আবুল হাশেম দম্পতির ছেলে প্রিন্স (২), মেয়ে হাবিবা আক্তার মনি (১৭) ও শাহনাজ পরিবারের ৬ সদস্য চায়না (৩০), চায়নার স্বামী মোক্তার হোসেন (৩৫) মেয়ে মৃথিলা আক্তার মিম (৮), সানজিদ ওরফে তানজিল (০২) চায়নার বোন ময়না (২৭), তানিয়ার (১৮) মরদেহ উদ্ধার করা হয়। আবুল হাশেমের স্ত্রী শেফালী বেগম এখনও নিখোঁজ রয়েছেন। সবমিলিয়ে দুর্ঘটনার দিন ৩ জন, পরদিন শনিবার ১১ জন ও গতকাল বুধবার ৪ জনসহ ১৮ জনের মরদেহ উদ্ধার হলো। সোনারগাঁ থানার এসআই ওবায়েত জানান, দুপুর ২টার দিকে উদ্ধারকৃত মরদেহ ৪টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


জানা গেছে, গত ৮ই ফেব্রুয়ারি ৭০-৮০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মতলবের উদ্দেশ্যে এমএল সারস নামীয় লঞ্চটি সকাল সাড়ে ৭টার দিকে ছেড়ে আসে। লঞ্চটি গজারিয়ার ইস্মানিরচরের মেঘনার মাঝ নদীতে সকাল সাড়ে ৮টার দিকে পৌছলে পেছন থেকে ফিরোজ ফারজানা নামে বালু বহনকারী একটি বালুুবাহী কার্গো (এম-১১১২৪) পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লঞ্চটি যাত্রীযুদ্ধ ডুবে যায়। ২৫-৩০ জন যাত্রী স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। কার্গোটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। পরদিন ৯ই ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে সোনারগাঁয়ের চরহোগলা এলাকায় মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রশাসনের উপস্থিতিতে লঞ্চটিকে সম্পূর্ণ উদ্ধার করা হয়। এর পর ৯ই ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ঘাতক কার্গোর মালিক আব্দুস সাত্তার খান ও চালককে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হবে। মামলার বাদী হন সোনারগাঁ থানার এসআই মো এনামূল। এ ঘটনার পর আজো কার্গো মালিক গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ও চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।


জাস্ট নিউজ

Leave a Reply