শীর্ষ নেতারা এবার ঈদ উৎসব পালন করছেন ঢাকায়

আসন্ন জাতীয় নির্বাচনের আগে এটাই সম্ভবত শেষ ঈদ-উল-ফিতর। এবার মুন্সীগঞ্জের অধিকাংশ শীর্ষস্থানীয় নেতারা নিজ এলাকা না থেকে ঈদ করছেন ঢাকায়। মুন্সীগঞ্জ থেকে ঢাকার দুরুত্ব মাত্র ২৮-৩০ কিলোমিটার। মুন্সীগঞ্জের শীর্ষ নেতারা ঢাকায় বসবাস করেন। এলাকায় দলীয় নির্ধারিত প্রোগ্রাম থাকলে শীর্ষ নেতাদের দেখা পাওয়া যায়। ঈদেও দিনে শীর্ষ নেতাদের এলাকায় না পেয়ে অনেক স্থানীয় নেতাকর্মীরা হয়েছে হতাশ।


নিজ এলাকায় কেমন ঈদ উৎসব পালন করছেন নেতারা তা জানতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী শামসুল ইসলাম, বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, বিএনপির কোষাধ্যক্ষ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু ঢাকায় ঈদুল ফিতর পালন করছেন। সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আছেন বিদেশে। এদিকে শীর্ষ নেতাদের মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আ’লীগ নেতা এম ইদ্রিস আলী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহউল আলম লেনিন ঈদ উৎসব পালন করতে নিজ গ্রামে অবস্থান করছেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে।

শহীদ-ই-হাসানের ষ্ট্যাটাস থেকে

Leave a Reply