মাদকে সয়লাব সিরাজদিখান। আইন শৃংখলার অবনতি

drugsমুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার অধিকাংশ এলাকায়ই এখন মাদকের ছড়াছড়ি। মাদক ক্রেতা-বিক্রেতারা যেন বেপরোয়া হয়ে উঠেছে। এছাড়া বর্তমানে উপজেলার আইন-শৃংখলারও চরম অবনতি ঘটেছে। প্রায় প্রতিদিন খুন, মারামারি, অগ্গাত লাশ উদ্বার, মন্দির ভাংগনসহ বিভিন্ন ধরনের অপরাধের সংবাদ মিলছে। এসব ঘটনায় এলাকাবাসী আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।


উপজেলার নির্দিষ্ট কয়েকটি স্পট যেন মাদকের হাট। এলাকাগুলি হচ্ছে মালখানগর, গোয়ালবাড়ি, বাসাইল, নিমতলী, রসুনিয়া, কুচিয়ামোড়া, রাজানগর, চিত্রকোটসহ আরো অনেক এলাকা। এসমস্ত এলাকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও জরিয়ে পড়ছে মাদকের করাল ঘ্রাসে। তাই অভিভাবকদের দিন কাটছে আতংকে। ভুক্তভোগি নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, এব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করেও তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা। বরং অনেকটা যেন তাদের ও ইন্দন রয়েছে বলে আভাশ পাওয়া গেছে। গত উপজেলা আইন-শৃংখলা মিটিয়েও এ ব্যাপারে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া বর্তমানে উপজেলার আইন শৃংখলারও অবনতি হয়েছে। থানা প্রশাসনও তাদের চাহিদা মিটাতে নাপারলে মামলা নিচ্ছেনা আবার অনেক নিরীহ লোকজনকে আটক করে পুুলিশ টাকা দাবী করে। তবে পুলিশের চাহিদা মোতাবেক টাকা দিতে না পারলে তাদের বিভিন্ন মিথ্যা মামলায় কোর্টে চালান দেয়া হয় বলে একাধিক অভিযোগ রয়েছে।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply