গজারিয়ায় শিপইয়ার্ডের ওপর হামলার ঘটনায় মামলা

hamlaচাঁদা না পেয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের খান ব্রাদার্স শিপইয়ার্ডের দুই কর্মীর হাত-পা ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় সোমবার বিকালে গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, শিপইয়ার্ডের সহকারী ব্যবস্থাপক হারুনুর রশীদ (৪০) ও নিরাপত্তা কর্মী আবুল কালাম আজাদ (৪৫)। তারা বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে দুষ্কৃতিকারীরা ভবানীপুর সড়কে দুই কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। দাবি মোতাবেক চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে শিপইয়ার্ডের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও সফিউল্লাহকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ১৫-১৬ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ওই শিপইয়ার্ডের পক্ষ থেকে গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ নিউজ

Leave a Reply