চালককে হত্যার চেষ্টা, ধৃত ছিনতাইকারীকে জনতার গনপিটুনি

gpসুমিত সরকার সুমনঃ ১ মাসের ব্যবধানে ২ সিএনজি চালককে হত্যা করার পর ঢাকা-তন্তর সড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারো চালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইকালে বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়েছে ১ ছিনতাইকারী। পরে ধৃত ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে জনতা।

ধৃত ছিনতাইকারী পলাশ বেপারী একই উপজেলার ভাগ্যকুল গ্রামের মোসলেউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।


শ্রীনগর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, অটোরিকশা চালক আবু বকর সিদ্দিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ৩ ছিনতাইকারী। এ সময় চালকের আর্ত-চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে চালক প্রানে রক্ষা পান। ২ ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

অপর ছিনতাইকারীকে ধৃত করে গনপিটুনি দেয়। শুক্রবার দুপুরে শ্রীনগর থানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের নাম পরিচয় পেয়েছে পুলিশ।

উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারিতে পৃথক ২ অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। পরে পুলিশ ২ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে।

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply