আজব দেশে আজব বিচার – রাহমান মনি

ফেইস বুকে ষ্ট্যাটাস দিয়ে
হয় জেল জরিমানা,
দিবালোকে করলে খুন
দোষ তার কিছুই না।

পালের গোদা যায় যে বেঁচে
চুনোপুটির হয় ফাঁসি,
রাজনীতির এই নোংরা খেলা
উপভোগে দেশবাসী।

২০টি টাকা চুরির দায়ে
গণপিটুনীতে যায় যে প্রাণ,
করলে পরে পুকুর চুরি
মিডিয়ায় তাতে বাড়ে মান।

লোকে বলে পুকুর চুরি
হলমার্ক আর পদ্মা সেতু,
এ সব নিয়ে মাতামাতির
মন্ত্রী পায়না কোন হেতু।

একাত্তরের পালের গোদার
হয় জেল জরিমানা,
প্রহসনের এমন নাটক
জনগণ তা চায় না।

মন্ত্রী আগে দেয় ঘোষনা
পরের দিন হয় তা রায়,
ফরমায়েসি রায় ঘোষনায়
মন্ত্রীর চাওয়া প্রকাশ পায়।

কোর্ট ফটকে লাথি মেরে
হয় যেখানে বিচারপতি,
পছন্দ সই দেবেন রায়
এই ছাড়া আর নেইকো গতি।

জানি, নেই কোন আনসার
তবুও যে প্রশ্ন আমার,
এ দেশ আমার? আপনার?
নাকি, দেশবাসী সবার?

টোকিও

Leave a Reply