এবার গজারিয়ায় আসামি ছিনতাই, ৭ পুলিশ আহত

Policeমুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে পুলিশের ওপর হামলা চালিয়ে জামাল হোসেন (২৯) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। এ সময় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছে। রোববার রাত ১টার দিকে উপজেলার ষোলআনি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন, মিন্টু মোল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামসহ চার কনস্টেবলকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কনস্টেবলদের নাম জানা যায়নি।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসী জানায়, রোববার রাতে জাতীয় পার্টির উপজেলা চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহর ভাতিজা ও আসামি জামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তাকে পুলিশের পিকআপ ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে যাওয়ার পথে আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে জামালকে ছিনিয়ে নিয়ে যায়।

এলাকাবাসী আরো জানায়, ষোলআনি গ্রামের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা রোববার রাতে থানায় অভিযোগ দায়ের করলে ষোলআনি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত জামালকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ সোমবার দুপুরে বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply