জামিন নিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা

hamla4মুন্সীগঞ্জের আদালতে জামিন নিয়ে ফেরার পথে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় আব্দুর রশীদ পুস্তি (৪০) নামে এক নিরীহ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ আদালত সংলগ্ন সড়কের আইনজীবীদের চেম্বার এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ আনোয়ার জানান, টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের প্রবাসী আলমগীর বেপারীর স্ত্রী ইয়াসমিন বেগম একই গ্রামের আনোয়ার মাদবর, তার বাবা ইদ্রিস মাদবর, মা আপিয়া বেগম ও বড় ভাই আনিস মাদবরকে আসামি করে আদালতে দন্ডবিধি ধারায় মামলা দায়ের করেন।

এ মামলায় বুধবার আনোয়ার মাদবরকে পুলিশ গ্রেপ্তার করে। তার পরিবারের মা, বাবা ও ভাইসহ বাকি ৩জন দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৪ আদালতে সারেন্ডার করলে আদালতের বিচারক নার্গিস আক্তার তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে আনিস গং তার আত্মীয় রশীদ পুস্তিকে নিয়ে ওই আইনজীবীর চেম্বারে আসার পথে দুপুর সোয়া ১ টার দিকে চেম্বার সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ ইয়াসমিন বেগমের ভাড়াটিয়া সন্ত্রাসী টুন্ডা ফয়সালসহ ৪-৫ জনের একদল সন্ত্রাসী রশীদ পুস্তিকে পিটিয়ে গুরুতর আহত হয়। এ সময় টুন্ডা ফয়সাল চাকু বের করলে রশীদ পুস্তি ওই আইনজীবীর চেম্বারে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন।

তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ আদালত এলাকায় প্রায় এ ধরণের ঘটনা ঘটছে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply