গজারিয়ার হোসেন্দীতে ১৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

gazHosendiগজারিয়া উপজেলার হোসেন্দীতে সুপার পার্টিক্যাল বোর্ডের গুদামের আগুন ১৬ ঘন্টা পর শুক্রবার সকাল ৭টায় নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রায় ২শ’ ফুট লম্বা ও ১শ’ ফুট চওড়া এই গুদামের প্রায় সবটাই পুড়ে গেছে। তবে সঠিকভাবে ক্ষতির পরিমান এবং আগুনের সুত্রপাতের কারণ ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ৬ টি ইউনিট একত্রে কাজ করার পর সকাল ৭টায় আগুন পুরোপুরো নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, বিপুল পরিমান পাটখড়ির থাকার কারণে আগুন নেভাতে সময় বেশী লেগেছে। টিকে সুপার পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেডে কর্তৃপক্ষও ক্ষতির সঠিক পরিমান জানাতে পারেনি।

গজারিয়া থানার এস আই মো. দোহা জানান, ফায়ার সার্ভিসের কুমিল্লার দাউদকান্দি, নারায়নগঞ্জের সদর, ডেমরা, হাজিগঞ্জ, বন্দর এবং ঢাকার ফুলবাড়িয়া হেডকোয়াটরসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে নিরাপত্তা বেস্টনী এখনও রয়েছে। পুরো ঘটনা তদন্ত এবং তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
gazHosendi
স্বদেশ

Leave a Reply