অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

crimeমাওয়া-কাওড়াকান্দি নৌরুটে
রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম রুট মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা সকল যানবাহনে দ্বিগুণ আর মাওয়া থেকে ছেড়ে আসা স্পিডবোটগুলোতে ৫০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, এ রুট দিয়ে চলাচলকারী ফেরি ও লঞ্চে নির্ধারিত ভাড়া আদায় করা হলেও স্পিডবোটগুলোতে ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া ভাঙ্গাসহ লোকাল বাসগুলো রুট পরিবর্তন করে বরিশাল ও খুলনা রুটে চলায় যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাদারীপুর জেলা পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘নদী ও ঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ২ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

দ্য রিপোর্ট

Leave a Reply