অতিরিক্ত যাত্রী নিয়েই স্পিডবোট-লঞ্চ পারাপার

mawa98মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুট
মাওয়া-কাউড়াকান্দি নৌ-রুটে লঞ্চ ডুবিতে ব্যাপক প্রাণহানির ঘটনার পরও বুধবার সকাল থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই করে পদ্মা পাড়ি দিচ্ছে স্পিডবোট, লঞ্চ ও ইঞ্জিনচালিত ট্রলারগুলো।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধারণক্ষমতার দুই-দেড়গুণ যাত্রীবোঝাই করে নৌযানগুলো চলাচল করছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরাও উঠছেন নৌযানগুলোতে।

মাওয়া এবং কাওড়াকান্দি উভয় ঘাটেই এ চিত্র লক্ষ্য করা গেছে।
mawa98
এর ফলে ৪ আগস্ট এমএল পিনাক-৬ লঞ্চডুবিতে পদ্মার পাড়ে শোক না কাটতেই আবারও লঞ্চডুবির আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয় লৌহজং সার্কেল (এসপি) কুতুবুর রহমান দ্য রিপার্টকে জানান, মাওয়া ঘাটে একটি নৌ ফাঁড়ি আছে। ফাঁড়ি থেকেই মাওয়া ঘাটে পর্যাপ্ত তদারকি করা হচ্ছে। তবে নৌযানে অতিরিক্ত যাত্রী নিতে দেওয়া হচ্ছে না।
mawa99
তিনি বলেন, টার্মিনালে টহলের জন্য পর্যাপ্ত পুলিশ রয়েছে। ফেরিঘাট, লঞ্চঘাট ও সি-বোট ঘাট সব ঘাটেই পুলিশি তদারকি রয়েছে পর্যাপ্ত।
mawa99.
দ্য রিপোর্ট

Leave a Reply