ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ভাঙ্গচুর

mawatraf5454মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ১১ টি যাত্রীবাহী বাস ভাঙ্গচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাখানেক অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা ভাঙ্গচুর চালায়। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সমষপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসে না উঠানোর জের ধরে সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের দু’পাশে অবস্থান নেয়। এ সময় তারা গাংচিল, প্রচেষ্টা, গুনগুন, ইলিশ ও চন্দ্র পরিবহনের ১১ টি যাত্রীবাহী বাস ভাঙ্গচুর করে।

তিনি আরও জানান, সকালে ইলিশ পরিবহনের একটি বাসে না উঠালে সে পায়ে হেটে স্কুলে যায়। পরে সহপাঠীদের যাত্রীবাহী বাসে না উঠতে দেওয়ার বিষয়টি খুলে বললে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশের উপস্থিতিতে সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

এবিনিউজ

Leave a Reply