শ্রীনগরে এক শিক্ষার্থীকে বাসে না উঠানোর জের

sssss১১ টি যাত্রীবোঝাই বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে বাস না উঠানোর জের ধরে শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ১১ টি যাত্রীবোঝাই বাস ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় দীর্ঘ ১ ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সমষপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১০ টার দিকে মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় তারা গুনগুন পরিবহন, গাংচিল, প্রচেষ্টা, চন্দ্রা ও ইলিশ পরিবহনের ১১ টি বাস ভাংচুর করে। বেলা সাড়ে ৯ টার দিকে সমষপুর এলাকায় বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মো: রাজনকে ইলিশ পরিবহনের একটি বাসে না উঠালে সে পায়ে হেটে বিদ্যালয়ে আসে।

পরে সহপাঠীদের এ ঘটনা খুলে বললে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতিতে বেলা ১১ টার শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বিডিলাইভ

Leave a Reply