মুন্সীগঞ্জে ৫০ কেজি ‘মা’ ইলিশ জব্দ

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি ‘মা’ ইলিশ জব্দ করা হয়েছে। মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সোমবার এসব ইলিশ জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড নারায়ণগঞ্জের পাগলা ক্যাম্পের পেটি অফিসার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। তবে জেলেরা সাঁতারে নদীর তীরে উঠে পালিয়ে যায়।

সদর উপজেলার মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, সকাল ১০টার দিকে সদরের চিতলীয়া বাজারে অভিযান চালায় মৎস্য কর্মকর্তারা। এ সময় ওই বাজারে বিক্রির জন্য নিয়ে আসা কয়েকজন মাছ বিক্রেতার কাছ থেকে ২০ কেজি মা ইলিশ জব্দ করেন। তবে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যায়।

পরে জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন মৎস্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

দ্য রিপোর্ট

Leave a Reply