ভোজ্যতেল মজুত করে বেশি দামে বিক্রি, লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মজুত করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দাম ও বোতলজাত সয়াবিন তেলকে খুলে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ঘোড়দৌড় ও নওপাড়া বাজারে অভিযান চালিয়ে এসব অর্থদণ্ড হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি বলেন, দুপুরে উপজেলায় ঘোড়দৌড় বাজার ও নওপাড়া বাজারের সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকান অভিযান চালানো হয়। এসময় ঘোড়দৌড় বাজারে গৌতম স্টোরে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির তিনটি গোডাউনে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করা আছে। তা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এছাড়া বোতলজাত সয়াবিন তেলের বোতল খুলে বেশি লাভের জন্য খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে দেখা যায়। তাই প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে নওপাড়া বাজারে অভিযানে একই অপরাধে দত্ত স্টোরের মালিককে ১৫ হাজার ও জোবায়ের স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরাফাত রায়হান সাকিব/জাগো নিউজ

Leave a Reply