রাবিশ ও খবিস – রাহমান মনি

রাবিশ আর খবিস দিয়ে
চলছে যখন দেশ,
আম জনতা পাচ্ছে মজা
বলছে তা বেশ বেশ।

নিয়োগদাত্রী আছে বসে
সব কিছু তার জেনে,
রাবিশ খবিস দুই গর্দভের
ধরনা লাগাম টেনে।

ভোটের আগে ওয়াদা গুলো
বেমালুম যায় ভুলে
ক্ষমতার উষ্ণতায় আজ
রাখছে শিকেয় তুলে।

আবার যখন যাবে ভোটে
কথা বলবে ভিন্ন
মিল পাবেনা কথার মাঝে
আগের কোন চিহ্ন।

চাইবে সুযোগ আরেকটিবার
ভোটটা যেনো দেয়,
সব কিছু তার ভুলে গিয়ে
বরন করে নেয়।

রাবিশ মন্ত্রী, খবিস মন্ত্রী
জন্ম তাদের সিলেটে,
একজন খুব শিক্ষিত আর
আরেক জন ক্লাশ এইটে।

রাবিশ এখন নৃত্য করে
গাইছে খবিস গান,
তাই না দেখে চাটুকারদের
যায় জুড়িয়ে প্রাণ।

খবিস যদি গান গায় আর
রাবিস যদি নাচে,
মন্ত্রীত্ব টা ছেড়ে দিলেই
আমজনতা তো বাঁচে।

টোকিও

Leave a Reply