ঝড়ে ব্যাপক ক্ষতি : এখনো সম্পূর্ন ভাবে বিদ্যুৎ সঞ্চালন হয়নি

মুন্সীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ১১ কেভি বৈদ্যতিক খুটি ভেঙ্গেছে জেলায় ৬৫ টি। জেলা সদর ও উপজেলা সদরে দুদিনে বিদ্যুৎ সংযোগ দিতে পারলেও জেলার প্রায় ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হয়নি।

ঝড়ে বিদ্যুৎ লাইনে গাছ পরে ১১ কেভি লাইনের খুটি ভেঙ্গেছে শ্রীনগর উপজেলায় ২২ টি লৌহজংএ ১৩ টি, সিরাজদিখানে ১২ টি, টঙ্গীবাড়িতে ৭ টি, সদরে ৩ টি ও গজারিয়ায় ১ টি এছাড়া ৭টি খুটি উপড়ে পরেছে।

মুন্সীগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি জাকির হোসেন জানান, সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলায় ৬৫ টি খুটি ভাঙ্গার খবর পেয়েছি। বেশী ক্ষতি গ্রস্ত হয়েছে তার। সদর উপজেলা ও বড় বাজার গুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে ২/৩ দিনের মধ্যে সব জায়গায় চালু করা হবে।

মুন্সীগঞ্জ জেলা পল্লি বিদ্যুৎ অফিসের জিএম মো: মাহবুবর রহমান জানান , ঝড়ে ব্যপক ক্ষতি হয়েছে ।

জেলার ৩৩ কভির ৬টি সাব ষ্টেসনের মধ্যে ৬টি চালু হয়েছে । তবে পুরো জেলায় ৪৯ টি ১১ কেভি সাব স্টেসন রয়েছে এর মধ্যে ৩২ চালু হয়েছে । আজ সন্ধ্যা নাগাদ সম্পূর্ন ভাবে বিদ্যুৎ চালু হবে বলে আশাবাদী্ । গ্রামে বিদ্যুৎ না থাকায় জেনারেটরের বিভিন্ন দোকানে অসংখ্য মোবাইল চার্জ দিতে দেখা যায়।

বিডিলাইভ

Leave a Reply