বাল্য বিয়ে প্রতিরোধে গজারিয়ায় মতবিনিময় সভা

গজারিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার বাল্যবিয়ে প্রতিরোধে গণসচেতসতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার(ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার(ভুমি) ফারজানা জামানের সভাপতিত্বে সকাল এগারোটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেফায়েতউল্লাহ খান তোতা।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারী কার্যলয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক, নারী নেত্রী, নিকাহ রেজিষ্টার, ইমাম, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও সংবাদকর্মীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাল্য বিয়ে প্রতিরোধ,মাদক দ্রব্য নিরোধ,পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্বকরণ বিষয়ে বিস্তারিত অলোচনা হয়। মতবিনিময় সভায় ২০১৫ সালের মধ্যে গজারিয়া উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গজারিয়া আলোড়ন

Leave a Reply