রিফাতের পরীক্ষা দেওয়া হল না!

জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেওয়া হল না রিফাত আহম্মদের (১৩)। জেলার সিরাজদিখান উপজেলায় সোমবার সকালে রিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাসের ধাক্কায় মারা যায় সে। এতে প্রাণ হারান রিকশাচালকও, যার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনার পর উত্তেজিত জনতা ২০টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে।

পুলিশ জানায়, নিহত রিফাত আহম্মদ রাজানগর টেগুরিয়া গ্রামের রিপন আহম্মেদের ছেলে। রাজানগর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। তার জিএসসি পরীক্ষার কেন্দ্র ছিল কুচিয়ামারা হাইস্কুলে।

নিহত স্কুলছাত্রের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল রিফাত। সাড়ে ৯টার দিকে রিকশাটি উপজেলার কুচিয়ামোড়া সেতুর ঢালে পৌঁছালে পেছন দিক থেকে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় দুজন।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামসুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্বাধীন পরিবহনের বাসের চাপায় স্কুলছাত্রসহ রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার পর জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

দ্য রিপোর্ট

Leave a Reply