এসএসসি ফরম পূরণে গজারিয়ায় নেয়া হচ্ছে তিন-চারগুণ টাকা

গজারিয়ায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড ১ হাজার ৪১৫ টাকা নির্ধারণ করে এর অতিরিক্ত ফি কোনো অজুহাতেই নেয়া যাবে না জানিয়ে ২৭ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সতর্ক করলেও গজারিয়ার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তা মানছে না। নানা অজুহাতে গজারিয়ার সব স্কুলেই তিন-চার গুণ টাকা অতিরিক্ত আদায় করেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ করেছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, গজারিয়া পাইলট মডেল হাই স্কুল, গজারিয়া বাতেনিয়া দাখিল মাদ্রাসা, ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়, ডা. আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ, বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়, পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়, গুয়াগাছিয়া পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করেছে। প্রত্যেক স্কুল কর্তৃপক্ষ জানায়, কেন্দ ফি, কোচিং ফি, তিন মাসের বেতন, স্কুল উন্নয়ন ফি প্রতি অকৃতকার্য বিষয়ে ২০০ থেকে ৫০০ টাকা ফিসহ বিভিন্ন খাত দেখিয়ে টাকা নেয়া ঠিক আছে বলে মন্তব্য করেছেন।

যুগান্তর

Leave a Reply