ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজী মোহাম্মদ পারভেজ: পবিত্র রমজান উপলক্ষে বুধবার বিকেল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও আইন না মেনে কার্যক্রম পরিচালনার জন্য তিনটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মাহাবুবা বিলকিস।

এসময় সাংবাদিকদের তিনি জানান, দি মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিস (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অমান্য করায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার এবং হালিমা জেনারেল হাসপাতালকে ১৫,০০০ টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভবেরচর বাজারে অবস্থিত ঢাকা মিষ্টি মুখ হোটেলকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিহটনিউজ

Leave a Reply