লৌহজংয়ে ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দ

মোঃ রুবেল ইসলাম.তাহমিদ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ২ নং ঘাটে পদ্মা নদীর পাড় থেকে ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মোঃ সাইফুল্লা বাহার এর নেতৃত্বে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মোঃ সাইফুল্লা বাহার জানান,শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিষিদ্ধ এসব কারেন্ট জাল শিমুলিয়া ২ নং ফেরী ঘাটের পদ্মানদীর পাড়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করি। তবে উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ফেলে রেখে পালিয়ে যায় অবৈধ মাছ ধরার জেলেরা। এ সময় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে বেলা ১০ টার দিকে উপজেলা মৎস্য অফিসার মোঃ ইদ্রিশ তালুকদারের উপস্থিতিতে মাওয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অন্যদিকে কোস্টগাড কর্মকর্তারা জানান।

দেশের মৎস্য সম্পদ বাঁচাতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে যা কিনা তাদের এ যাবৎ কালের সর্বশ্রেষ্ট সফলতা। বলেও একর্মকর্তা জানান।

Leave a Reply