ভুয়া কর্নেলকে পুলিশে দিলেন ডিসি!

মুন্সীগঞ্জে ভুয়া কর্নেলকে পুলিশে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানা। সুবিধা নিতে এসে আবুল কালাম নামের ওই লোক নিজেকে কর্নেল পরিচয় দিয়ে ধরা পড়লেন জেলা প্রশাসকের হাতে। আবুল কালাম টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ালয় গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।

সদর থানার এসআই মোখলেচুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আবুল কালাম নিজেকে কর্নেল পরিচয় দিয়ে ডিসির কক্ষে ঢুকে দ্রুত জমির পর্চা তোলার ব্যাপারে তদবির করেন। এ সময় তাঁর আচরণে ডিসির সন্দেহ হয়। পরে অনুসন্ধান করতেই তিনি স্বীকার করেন সুবিধা নিতে মিথ্যা পরিচয় দিয়েছেন। এই সময় ডিসির কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সদর থানা পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসকের গোপনীয় সহকারী নজরুল ইসলাম বাদী হয়ে প্রতারণা, ভুয়া পরিচয় ও হুমকির অভিযোগে মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা করেছেন। বুধবার ভুয়া কর্নেলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালের কন্ঠ
ছবি সংগৃহিত

Leave a Reply