বৃষ্টি ভেঁজা দিনে – জসীম উদ্দীন দেওয়ান

মধুর এই বৃষ্টির দিনে,
ভাবছি তোমায় মিষ্টি মনে।
হারিয়ে গিয়ে সৃষ্টি বনে,
সারাবেলায় সারাক্ষনে।
শীতল হাওয়ায় শান্তি পরম,
হৃদয় জুড়ে মুগ্ধতায় চরম।
নেইকো হেলা, সুখের ভেলা,
ভাসিয়ে দিয়ে, মধুর খেলা।
বনের ঘরে সুখ বাতায়ন,
খোলে মনে লাগে সমীরন।
আয়রে দেখো মন ময়ুরী,
পেখম মেখে, যায়রে উড়ি।
বৃষ্টির কতো সৃষ্টির সুরে,
দুর পথিক নেয় কাছের করে।

Comments are closed.