আমার বাড়ি – জসীম উদ্দীন দেওয়ান

সময় হলে এসো তুমি, আমার ছোট্টবাড়ি।
মাছের ঝাঁক কাটে সাঁতার, বেঁধে সারি সারি।
পুকুর ঘাটে বাঁধা আছে, ছোট একটি তরী।
সেই তরীর মাঝি হয়ে, পল্লী গীতি ধরি।
বাড়ির পাশের পথটি ধরে, পথিক আসে যায়।
শত শত চলে গাড়ি, কেউবা হাঁটে পায়।
বারান্দায় দাঁড়িয়ে দেখো, নীল আকাশ পথ ধরে।
সারা দিনমান বক, চিল আর, দোয়াল, টিয়ে উড়ে।
সময় হলে সবে মিলে, আমার বাড়ি যাইও।
বানিয়ার জলে হল্লা করে, সকলে মিলে নাইও।
দেওয়ান বাড়ি হতে সাঁতার ধরে, বাঁশ বাগানে যেয়ে।
ভয় পেওনা দেখে সেথা, নীল ভূতের কত্তো মেয়ে।
দক্ষিণ ধারে কেউ যেতোনা, দিনের বেলাও হলে।
দেড় যুগ ধরে বাস করে মানুষ, জ্বিন, ভূতের সাথ মিলে।
রাতের বেলা সবায় মোরা, ছাদের উপর বসি।
অন্তরীক্ষে হর্ষে ছুটে, তারা রাশি রাশি।
গল্পে মজি চাঁদের বুড়ির, নক্সি কাঁথার ছলে।
চায়ের সাথে, চানাচুড়ে, তারার থালে থালে।

Leave a Reply